Numbers 25:18
কারণ তারা তোমার সাথে শত্রুতা করেছে| তারা তোমাকে পিযোরে প্রতারিত করেছিল| এবং তারা কস্বী নামক একজন স্ত্রীলোকের দ্বারা তোমাকে প্রতারিত করেছিল| সে ছিল এক মিদিয়নীয়া নেতার কন্যা| কিন্তু যখন ইস্রায়েলীয়দের মধ্যে অসুস্থতা দেখা দেয সেই সময় তাকে হত্যা করা হয়েছিল| যখন লোকরা প্রতারিত হয়ে পিযোরের বালের মূর্ত্তি পূজা করেছিল সেই সময় তাদের মধ্যে অসুস্থতা দেখা দিয়েছিল|”
For | כִּ֣י | kî | kee |
they | צֹֽרְרִ֥ים | ṣōrĕrîm | tsoh-reh-REEM |
vex | הֵם֙ | hēm | hame |
wiles, their with you | לָכֶ֔ם | lākem | la-HEM |
wherewith | בְּנִכְלֵיהֶ֛ם | bĕniklêhem | beh-neek-lay-HEM |
they have beguiled | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
in you | נִכְּל֥וּ | nikkĕlû | nee-keh-LOO |
the matter | לָכֶ֖ם | lākem | la-HEM |
of Peor, | עַל | ʿal | al |
in and | דְּבַר | dĕbar | deh-VAHR |
the matter | פְּע֑וֹר | pĕʿôr | peh-ORE |
Cozbi, of | וְעַל | wĕʿal | veh-AL |
the daughter | דְּבַ֞ר | dĕbar | deh-VAHR |
prince a of | כָּזְבִּ֨י | kozbî | koze-BEE |
of Midian, | בַת | bat | vaht |
their sister, | נְשִׂ֤יא | nĕśîʾ | neh-SEE |
slain was which | מִדְיָן֙ | midyān | meed-YAHN |
in the day | אֲחֹתָ֔ם | ʾăḥōtām | uh-hoh-TAHM |
plague the of | הַמֻּכָּ֥ה | hammukkâ | ha-moo-KA |
for Peor's | בְיוֹם | bĕyôm | veh-YOME |
sake. | הַמַּגֵּפָ֖ה | hammaggēpâ | ha-ma-ɡay-FA |
עַל | ʿal | al | |
דְּבַר | dĕbar | deh-VAHR | |
פְּעֽוֹר׃ | pĕʿôr | peh-ORE | |
וַיְהִ֖י | wayhî | vai-HEE | |
אַחֲרֵ֣י | ʾaḥărê | ah-huh-RAY | |
הַמַּגֵּפָ֑ה׃ | hammaggēpâ | ha-ma-ɡay-FA |
Cross Reference
Revelation 2:14
‘তবু তোমাদের বিরুদ্ধে আমার কয়েকটি কথা বলার আছে৷ তোমাদের মধ্যে এমন কিছু লোককে তুমি সহ্য করেছ যাঁরা বিলিয়মের শিক্ষা অনুসারে চলে৷ ইস্রায়েলকে কি করে পাপে ফেলা যায় তা বিলিয়ম শিখিয়েছিল৷ সেই লোকরা প্রতিমার সামনে উত্সর্গ করা খাদ্য় খেয়ে ও ব্যভিচার করে পাপ করেছিল৷
Genesis 3:13
তখন প্রভু ঈশ্বর সেই নারীকে বললেন, “তুমি এ কি করেছ?”সেই নারী বলল, “সাপটা আমার সঙ্গে চালাকি করেছে| সাপটা আমায় ভুলিযে দিল আর আমিও ফলটা খেয়ে ফেললাম|”
Genesis 26:10
অবীমেলক বললেন, “আমাদের প্রতি অত্যন্ত অন্যায় অবিচার করেছ| আমাদের মধ্যে কেউ যদি তোমার স্ত্রীকে শয়্য়াসঙ্গিনী করতো তাহলে সে মহাপাপের ভাগী হত|”
Exodus 32:21
মোশি হারোণকে বলল, “এই লোকরা তোমার সঙ্গে কি করেছিল য়ে তুমি ওদের এমন পাপের দিকে ঠেলে দিলে?”
Exodus 32:35
তাই প্রভু লোকদের ওপর একটি মহামারী ঘটালেন কারণ তারা হারোণকে বাছুরের মূর্তি তৈরী করতে বাধ্য করেছিল|
Numbers 31:15
মোশি তাদের বললেন, “তোমরা কেন স্ত্রীলোকদের বেঁচে থাকতে দিয়েছো?
2 Corinthians 11:3
কিন্তু আমার ভয় হচ্ছে দুষ্ট সাপ য়েমন নিজের চাতুরীতে হবাকে ভুলিয়েছিল, সেইরকম তোমাদের মন য়েন কলুষিত না করে এবং খ্রীষ্টের প্রতি তোমাদের য়ে পূর্ণ ও বিশুদ্ধ অনুরাগ আছে তা থেকে তোমাদের য়েন দূরে সরিয়ে নিয়ে না যায়৷
2 Peter 2:14
কোন নারীকে দেখলে এই শিক্ষকরা তার প্রতি কামাসক্ত হয়৷ এরা এইভাবে পাপ করেই চলেছে৷ যাঁরা বিশ্বাসে দুর্বল তাদের তারা পাপের ফাঁদে ফেলে ফুসলিয়ে নিয়ে যায়৷ তাদের অন্তঃকরণ লোভে অভ্য়স্ত, তারা অভিশপ্ত৷
2 Peter 2:18
এরা শূন্যগর্ভ বড় বড় কথা বলে নিজেদের নিয়ে গর্ব করে৷ যাঁরা সম্প্রতি ভুল পথে চলা লোকদের সংসর্গ থেকে বেরিয়ে এসেছে তাদের দৈহিক আকর্ষণ ও বাসনায় প্রলুদ্ধ করে৷ এইসব লোকদের তারা পাপের ফাঁদে ফেলে৷