Job 3:4
“সে দিন য়েন অন্ধকারে ঢেকে যায়| সেই দিনের কথা ওপরে ঈশ্বর য়েন ভুলে যান| সেই দিনে য়েন আলো প্রকাশ না হয়|
Let that | הַיּ֥וֹם | hayyôm | HA-yome |
day | הַה֗וּא | hahûʾ | ha-HOO |
be | יְֽהִ֫י | yĕhî | yeh-HEE |
darkness; | חֹ֥שֶׁךְ | ḥōšek | HOH-shek |
not let | אַֽל | ʾal | al |
God | יִדְרְשֵׁ֣הוּ | yidrĕšēhû | yeed-reh-SHAY-hoo |
regard | אֱל֣וֹהַּ | ʾĕlôah | ay-LOH-ah |
above, from it | מִמָּ֑עַל | mimmāʿal | mee-MA-al |
neither | וְאַל | wĕʾal | veh-AL |
let the light | תּוֹפַ֖ע | tôpaʿ | toh-FA |
shine | עָלָ֣יו | ʿālāyw | ah-LAV |
upon | נְהָרָֽה׃ | nĕhārâ | neh-ha-RA |
Cross Reference
Exodus 10:22
তাই মোশি আকাশের দিকে হাত তুলল, তখন কালো মেঘ এসে মিশরকে ঢেকে ফেলল| তিন দিন ধরে এই অন্ধকার রইল|
Deuteronomy 11:12
প্রভু, তোমাদের ঈশ্বর, সেই দেশ সম্পর্কে যত্নবান| প্রভু, তোমাদের ঈশ্বর, বছরের প্রথম থেকে শেষ পর্য়ন্ত সেই দেশের উপর লক্ষ্য রাখেন|
Joel 2:2
সেটা এক অন্ধকার, বিষণ্ন দিন হবে| এটা অন্ধকার এবং মেঘলা দিন হবে| অন্ধকার য়ে ভাবে পর্বতে ছেয়ে যায় সেই ভাবে বিশাল ও শক্তিশালী সৈন্য দেখা যাবে| এর আগে কখনও এমন হয নি| আর এর পরেও এমন হবে না|
Amos 5:18
তোমাদের মধ্যে কযেক জন প্রভুর বিচারের বিশেষ দিনটি দেখতে চাইছো| তোমরা কেন ঐ বিশেষ দিনটি দেখতে চাইছো? প্রভুর ঐ বিশেষ দিনটিতে অন্ধকারই নিয়ে আসবে, আলো নয়|
Matthew 27:45
সেই দিন দুপুর বারোটা থেকে বেলা তিনটে পর্যন্ত সমস্ত দেশ অন্ধকারে ঢেকে রইল৷
Acts 27:20
অনেক দিন যাবত্ যখন সূর্য় কি নক্ষত্রগণের মুখ দেখা গেল না, আর ঝড়ও প্রচণ্ড উত্তাল হতে থাকল, তখন শেষ পর্যন্ত আমাদের বাঁচার আশা রইল না৷
Revelation 16:10
এরপর পঞ্চম স্বর্গদূত তাঁর বাটিটি সেই পশুর সিংহাসনের ওপর ঢেলে দিলেন৷ ফলে তার রাজ্যের সব জায়গায় ঘোর অন্ধকার হয়ে গেল, আর লোকেরা যন্ত্রণায় নিজেদের জিভ কামড়াতে লাগল৷