Isaiah 7:8
রত্সীন যতদিন দম্মেশকের শাসক থাকবে, ততদিন তাদের অভিসন্ধি খাটবে না| এখন ইফ্রযিম(ইস্রায়েল) একটি দেশ, কিন্তু ভবিষ্যতে আজ থেকে 65 বছর পরে সেটি আর একটি দেশ থাকবে না|
For | כִּ֣י | kî | kee |
the head | רֹ֤אשׁ | rōš | rohsh |
of Syria | אֲרָם֙ | ʾărām | uh-RAHM |
is Damascus, | דַּמֶּ֔שֶׂק | dammeśeq | da-MEH-sek |
head the and | וְרֹ֥אשׁ | wĕrōš | veh-ROHSH |
of Damascus | דַּמֶּ֖שֶׂק | dammeśeq | da-MEH-sek |
is Rezin; | רְצִ֑ין | rĕṣîn | reh-TSEEN |
within and | וּבְע֗וֹד | ûbĕʿôd | oo-veh-ODE |
threescore | שִׁשִּׁ֤ים | šiššîm | shee-SHEEM |
and five | וְחָמֵשׁ֙ | wĕḥāmēš | veh-ha-MAYSH |
years | שָׁנָ֔ה | šānâ | sha-NA |
shall Ephraim | יֵחַ֥ת | yēḥat | yay-HAHT |
broken, be | אֶפְרַ֖יִם | ʾeprayim | ef-RA-yeem |
that it be not a people. | מֵעָֽם׃ | mēʿām | may-AM |
Cross Reference
Isaiah 17:1
এটা দম্মেশকের জন্য দুঃখের বার্তা| প্রভু বললেন এই ঘটনাগুলি দম্মেশকে ঘটবে:“দম্মেশক এখন একটি শহর| কিন্তু এই শহর ধ্বংস হয়ে যাবে| শহরে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই থাকবে না|
Genesis 14:15
সেই রাত্রে তিনি ও তাঁর সৈন্যরা অতর্কিতে শত্রুদের আক্রমণ করলেন| তাঁরা শত্রুদের পরাভূত করে দম্মেশকের উত্তরে হোবা পর্য্ন্ত বিতাড়িত করলেন|
2 Samuel 8:6
তারপর দায়ূদ দম্মেশকের অরামে কিছু সৈন্যকে রেখে দিলেন| অরামীয়রা দায়ূদের দাসে পরিণত হল এবং তার জন্য উপঢৌকন নিয়ে এল| দায়ূদ যে দিকে গেলেন, প্রভু সে দিকেই তাঁকে জয়ী করলেন|
2 Kings 17:5
ইস্রায়েলের বিভিন্ন অঞ্চলে আক্রমণ করতে করতে অশূররাজ শেষ পর্য়ন্ত শমরিয়ায এসে পৌঁছান এবং শমরিয়ার বিরুদ্ধে তিনি টানা তিন বছর যুদ্ধ করেন|
Ezra 4:2
তাই তাঁরা সরুব্বাবিল ও পিতৃকুলপতিদের কাছে এলেন এবং বললেন, “নির্মাণের কাজে আমাদের য়োগ দিতে দাও| আমরা তোমাদেরই মত| যখন থেকে অশূর রাজা এসর-হদ্দোন আমাদের এখানে নিয়ে এসেছেন তখন থেকে আমরা তোমাদের প্রভুকে হোমবলি উত্সর্গ করছি|”
Isaiah 8:4
কারণ ছেলেটি ‘বাবা’, ‘মা’ বলতে শেখার আগেই ঈশ্বর দম্মেশক ও শমরিয়ার সব ধনসম্পদ নিয়ে নেবেন এবং তা অশূর রাজার হাতে তুলে দেবেন|”
Hosea 1:6
তারপর গোমর আবার গর্ভবতী হলো এবং একটি কন্যা সন্তানের জন্ম দিল| প্রভু হোশেয়কে বললেন, “তার নাম লো-রুহামা রাখো| কেন? কারণ আমি ইস্রায়েল দেশকে এমাগত ক্ষমা করতে পারব না| আমি আর তাদের ক্ষমা করতে থাকব না|