মার্ক 12:8
তখন তারা তাকে মেরেই ফেলল ও তার মৃতদেহটি দ্রাক্ষা ক্ষেতের বাইরে ফেলে দিল৷
And | καὶ | kai | kay |
they took | λαβόντες | labontes | la-VONE-tase |
him, | αὐτόν, | auton | af-TONE |
and killed | ἀπέκτειναν | apekteinan | ah-PAKE-tee-nahn |
and him, | καὶ | kai | kay |
cast | ἐξέβαλον | exebalon | ayks-A-va-lone |
him out of | ἔξω | exō | AYKS-oh |
the | τοῦ | tou | too |
vineyard. | ἀμπελῶνος | ampelōnos | am-pay-LOH-nose |
Cross Reference
মথি 21:33
‘আর একটি দৃষ্টান্ত শোন! এক জমিদার একটি দ্রাক্ষা ক্ষেত তৈরী করে তার চারদিকে বেড়া দিলেন৷ পরে সেই ক্ষেতের মধ্যে দ্রাক্ষা মাড়াবার জন্য গর্ত খুঁড়লেন৷ পাহারা দেবার জন্য একটা উঁচু পাহারা ঘর তৈরী করলেন৷ পরে কয়েকজন চাষীর কাছে সেই দ্রাক্ষা ক্ষেত ইজারা দিয়ে বিদেশে চলে গেলেন৷
মথি 21:39
তখন তারা সেই ছেলেকে ধরে দ্রাক্ষা ক্ষেতের বাইরে ছুঁড়ে ফেলে দিল ও তাকে হত্যা করল৷
লুক 20:15
এই বলে তারা তাকে দ্রাক্ষা ক্ষেতের বাইরে টেনে নিয়ে গিয়ে হত্যা করল৷‘এখন সেই ক্ষেতের মালিক তাদের প্রতি কি করবে?
হিব্রুদের কাছে পত্র 13:11
মহাযাজক পশুদের রক্ত নিয়ে মন্দিরের মহাপবিত্রস্থানে য়েতেন পাপের বলি হিসেবে; কিন্তু পশুদের দেহগুলি শিবিরের বাইরে পুড়িয়ে ফেলা হত৷